আমাদের কার্যক্রম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অধীনে স্বাস্থ্য অধিদপ্তর বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণের স্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা বাংলাদেশের সেকেন্ডারী ও টারশিয়ারী লেভেলের সকল সরকারী হাসপাতাল এবং সকল বেসরকারী হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকসমূহের নিয়ন্ত্রণকারী শাখা। এই শাখা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সমূহ সামনে রেখে স্বাস্থ্য অধিদপ্তরের অন্যান্য শাখা এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের বিভাগসমূহের সাথে সমন্বয়ের মাধ্যমে উল্লেখিত স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর স্বাস্থ্য সেবার মান নিশ্চিতকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্যে হাসপাতাল ও ক্লিনিক সমূহ শাখা বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত জেলা ও বিভাগীয় স্তরের ১০০ এবং ততোর্ধ্ব শয্যার সরকারী হাসপাতালের সকল ধরনের চাহিদা নিশ্চিত করে থাকে এবং সকল বেসরকারী হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক সমূহের লাইসেন্স প্রদান ও লাইসেন্স নবায়ন করে থাকে। এই শাখা ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি সফল করার লক্ষ্যে লাইন ডাইরেক্টর, প্রোগ্রাম ম্যানেজার ও ডেপুটি ম্যানেজারদের সমন্বয়ে ‘হসপিটাল সার্ভিস ম্যানেজমেন্ট’ নামক অপারেশনাল প্ল্যান বাস্তবায়নে জোড়ালোভাবে কাজ করে যাচ্ছে।
New Facility Registration
Facility Renew